![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/05/10/195654_bangladesh_pratidin_IMG_20200510_113500.png)
পণ্য কিনতে লাইনে দাঁড়ালেন তেরেসা মে!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১০ মে ২০২০, ১৯:৫৬
বৃটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে। পণ্য কেনার জন্য স্থানীয় ওয়েট্রোস স্টোরের বাইরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। ৬ ফুট দূরত্ব বজায় রেখে তিনি যখন লাইনে দাঁড়ানো, তখন তার হাতে মোবাইল। সচিত্র এমন প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, তেরেসা