করোনায় মৃত্যু শূন্য দেশে চিকুনগুনিয়ায় ৫০ জনের মৃত্যু

এনটিভি প্রকাশিত: ১০ মে ২০২০, ১৭:২০

প্রাণঘাতী করোনার ছোবলমুক্ত যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের অস্থায়ী রাজধানী অ্যাডেনে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় কমপক্ষে ৫০ জন মারা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ শনিবার (৯ মে) ওই তথ্য জানিয়েছে। একই সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় আরো তিন হাজার চিকুনগুনিয়া রোগী চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে। চিকুনগুনিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অ্যাডেনের শেখ ওসমান জেলার গভর্নরও আছেন। গত ২১ এপ্রিল টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে এ রোগ ছড়িয়েছে। ভয়াবহ ওই বন্যায় ৫ শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও