কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মজুরি ইস্যুতে গার্মেন্টসে শ্রম অসন্তোষ বাড়ছেই

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে গার্মেন্টস খাত। করোনা পরিস্থিতিতে প্রায় এক মাস বন্ধ থাকার পর ধীরে ধীরে কারখানা চালু হওয়ার সঙ্গে নানামুখী ইস্যুতে শ্রম অসন্তোষও শুরু হয়েছে। গতকাল শনিবারও মজুরি ইস্যুতে শ্রম অধ্যুষিত গাজীপুর ও আশুলিয়া অঞ্চলের প্রায় ৩০টি কারখানায় শতভাগ বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে। এসব এলাকায় সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন ইত্তেফাককে জানান, সবমিলিয়ে ৩০টির বেশি কারখানায় অসন্তোষ হয়েছে। বেশি হয়েছে গাজীপুর ও আশুলিয়া এলাকার কারখানায়। এসব কারখানায় শ্রমিকরা শতভাগ বেতনের দাবিতে আন্দোলন করেছেন। আজ রবিবারও অসন্তোষের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন