করোনা চিকিৎসায় র্যাবের মডেল ব্যবহার
ইত্তেফাক
প্রকাশিত: ১০ মে ২০২০, ০১:২১
করোনা রোগীদের চিকিত্সায় এবার দারুণ একটা মডেল তৈরি করেছে এলিট ফোর্স র্যাব। বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলছেন, বিশুদ্ধ অক্সিজেন পেলে ৯০ শতাংশ রোগীই সুস্থ হয়ে যায়। সেই বিশুদ্ধ অক্সিজেন তৈরির নতুন মডেলে তেমন কোনো বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধান ছাড়াই র্যাবের অর্ধশতাধিক সদস্য সুস্থ হয়ে উঠেছেন। পল্টনের একটি কমিউনিটি সেন্টারকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে সেখানে বসানো হয়েছে ‘কনসেনট্রেটর’ মেশিন।