![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F09%2Fkonok_chapa.jpg%3Fitok%3DueGdu8Gh)
চলচ্চিত্রকর্মীদের সাহায্যে এগিয়ে এলেন কনকচাঁপা
এনটিভি
প্রকাশিত: ০৯ মে ২০২০, ২১:৩৫
আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে সমান পারদর্শী কনকচাঁপা। ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীরা তাঁর গানে ঠোঁট মিলিয়েছেন। তুমুল শ্রোতাপ্রিয়তা পেয়েছে অসংখ্য ছবির গান। করোনাভাইরাসের কারণে বর্তমানে সব ধরনের শুটিং বন্ধ। এতে করে বিপাকে পরেছেন অনেক শিল্পী। এবার শিল্পীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গানের পাখি কনকচাঁপা। শিল্পীদের জন্য আর্থিক সহায়তা দিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। আজ শনিবার সশরীরে চলচ্চিত্র শিল্পী সমিতিতে গিয়ে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানে