করোনায় ঘরবন্দি তারকাসহ সবাই। তবে সে অবস্থা থেকেই এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। নির্মিত হচ্ছে ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে অভিনয় করছেন সিনেমার জনপ্রিয় ১২ তারকা। এদের মধ্যে আছেন- ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি জানান, সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সচেতনতামূলক বার্তাও।নির্মাতার ভাষ্য মতে, ‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়, এটা দায়বদ্ধতার কাজ। আর এজন্য শিল্পীরাও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে এ নির্মাণ হবে। তাই তারাও এ কাজে সহযোগিতা করছেন। ইতোমধ্যে ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠিয়ে দিয়েছি। তাদের পরিবারের মানুষজনই ক্যামেরা চালাবেন। আমি সর্বদা ফোনে তাদের সঙ্গে যুক্ত থাকব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.