করোনার কালবেলায় সঙ্গমেও অসুখযোগ! বীর্যে থাকতে পারে ভাইরাস!!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৯ মে ২০২০, ১৫:২৮
world: এই সময় ভাইরাল ডেস্ক: যৌনতায় করোনা COVID-সংক্রমণের আশঙ্কা নেই! করোনাভাইরাস (Coronavirus) নিয়ে আশঙ্কার মধ্যে একাধিক বার এই দাবি করেছেন বিশেষজ্ঞরা। একাধিক প্রতিবেদনে জোর দিয়ে একথা দাবি করেছেন মার্কিন ও ইউরোপের বিশেষজ্ঞরা। যৌনতার মাধ্য়মে COVID-সংক্রমণ সম্পর্কে স্পষ্ট দাবি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এবার এই ধরনের এমন সব দাবি নিয়েই প্রশ্ন তুলে দিল চিনের (China) একটি ঘটনা। যার জেরে যৌন সম্পর্কের মাধ্যমেও করোনাভাইরাসে সংক্রমিত (Sexual Transmission of COVID-19) হওয়ার ঝুঁকি দেখছেন চিনা গবেষকরা। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানাচ্ছেন চিনা গবেষকদের একাংশ।