![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/05/09/image-150483-1589002208.jpg)
নির্মলেন্দু গুণের হাতে লেখা কবিতা লাখ টাকায় বিক্রি!
ইত্তেফাক
প্রকাশিত: ০৯ মে ২০২০, ১১:২৫
কবি নির্মলেন্দু গুণের হাতে লেখা একটি কবিতা লাখ টাকায় নিলামে বিক্রি হলো। গত ৬ মে বুধবার রাত সাড়ে দশটায় কবি নির্মলেন্দু গুণের হাতে লেখা ‘তোমার চোখ এতো লাল কেন’ কবিতাটি নিলাম হলো ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হয়।