![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/two_headed_snake_dailybangladesh-2005081517.jpg)
বিরল সাপের দেহে দুই মাথা, হতবাক বন কর্মকর্তারাও
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ মে ২০২০, ২১:১৭
এক দেহে দুই মাথা। জোড়া মুখে চার চোখ দিয়ে তীক্ষ্ণ নজর শিকারের দিকে। তবে জোড়া জিভ এক সঙ্গে শিকার ধরতে চায়। এক দেহের দুটি সচল মস্তিষ্ক আলাদাভাবে কাজও করছে। এমন বিরল সাপ দেখে স্থানীয়রাসহ হতবাক হয়েছেন স্বয়ং বন কর্মকর্তারাও।-খবর জিনিউজের।