![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/08/83e8949a4d0e94bf53b57331d601ad45-5eb54b494bc87.jpg?jadewits_media_id=1530883)
নিঃসঙ্গ সময়ে একাকিত্বের সিনেমাগুলো
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২০, ১৮:০১
করপোরেট সংস্কৃতির চাপে নিঃসঙ্গ হয়ে পড়া মানুষদের গল্প বলে ২০১৩ সালের হলিউডের সিনেমা হার। নিঃসঙ্গ সময়ে মানুষের বদলে প্রযুক্তির সঙ্গী হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটিতে। করোনাকালের নিঃসঙ্গ দিনগুলোতে প্রযুক্তিকে সঙ্গী করে নেওয়ার বেলায় আপনি-আমিও যার উদাহরণ।