যমুনা পাড়ি দিয়ে ঢাকা ছুটছে বিভিন্ন পেশার মানুষ
এনটিভি
প্রকাশিত: ০৮ মে ২০২০, ১২:৪৫
সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ রেলস্টেশনের উত্তরে মোহনপুর নৌকাঘাট। এত দিন জমজমাট না হলেও করোনার লকডাউনে যানবাহন বন্ধ থাকায় এখন এটি বেশ জমজমাট। এ ঘাট দিয়ে নৌপথে যমুনা নদী পাড়ি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর হয়ে সিরাজগঞ্জ থেকে প্রতিদিন ঢাকা ছুটছে পোশাকশ্রমিকসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ। স্থানীয় একটি দালাল এ ঘাট নিয়ন্ত্রণ করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সহজেই এ ঘাট দিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকায় লোকজন পাঠিয়ে দিচ্ছে তারা। ১০০ থেকে ১৫০ টাকা ভাড়ার বিনিময়ে যমুনা পাড়ি দিয়ে নৌকায় ভূঞাপুর ঘাট। পরে ট্রাকে চড়ে ঢাকা যাচ্ছেন অনেকেই।