করোনার উৎপত্তিস্থল নিশ্চিতে ফের চীনে প্রতিনিধি পাঠাচ্ছে হু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মে ২০২০, ১০:০৭

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে এ ভাইরাসের উৎপত্তি চীনে হয়েছে বলে জেনে আসছে বিশ্ববাসী। বিভিন্ন দেশের গবেষকরাও তাই বলছেন। তবে চীনের কোনো ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়েছে কি-না তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। তাই করোনাভাইরাসের উৎস সন্ধানে আবারও দেশটিতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে জানান, করোনার উৎস অনুসন্ধানে আরও একবার চীনে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চীনের উহান প্রদেশে গিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। সেই সময়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বাদুড় বা ওই জাতীয় প্রাণীর শরীরেই করোনাভাইরাসের উৎপত্তি। কিন্তু তারপর এ নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির গোপন ল্যাবেই করোনার উৎপত্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে চাইনিজ ভাইরাস বলেও কটাক্ষ করেন। এরপর একাধিক ঘটনায় চীনকে আড়াল করার অভিযোগ ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও