নভেল করোনা পরিস্থিতিতে ‘সরকারের সমালোচনা করায়’ সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩৭ জন বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এমন পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে তাদের গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য সরকার গত কয়েকদিনে সাংবাদিকসহ বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। গত ৫ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্ট দেওয়ায় অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রচিন্তা’র সদস্য ও করোনা-দুর্গতদের স্বেচ্ছাসেবায় নিয়োজিত দিদারুল ইসলাম ভু্ইয়া, মিনহাজ মান্নান ইমন, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.