রোনা সংক্রমণের ভয়ে গোটা দেশ ভারতজুড়ে চলছে লকডাউন। মারণ ভাইরাসের সংক্রমণকে রুখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে করোনা সংক্রমণের ভয়ে গোটা মুম্বাই জুড়ে ঘোষণা করা হয়েছে ১৪৪ ধারা। অর্থাত দেশটির বাণিজ্যনগরীতে যেহেতু সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেই কারণে প্রশাসনের নজরদারিও রয়েছে পর্যাপ্ত। এসবের মধ্যে ফের একঝাঁক টেলিভিশন অভিনেতা অভিনেত্রীর আবাসিক ভবন লকডাউন করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বাঙালি-কন্যা দেবলিনা ভট্টাচার্যের নামও। জানা গেছে, গোরেগাঁওয়ের যে আবাসনে থাকেন দেবলিনা, সেখানকারই এক নারীর শরীরে ধরা পড়েছে কোভিড ১৯-এর সংক্রমণ। শুধু তাই নয়, দেবলিনার ঘরেও রান্না করেন ওই মহিলা। ফলে করোনা পজিটিভ ধরা পড়ার পরই লকডাউন করে দেওয়া হয় দেবলিনাদের গোরেগাঁওয়ের ওই আবাসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.