গোপন ঘরে মিলল নগদ ১১৪ কোটি টাকা
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ০৭ মে ২০২০, ১০:২৬
                        
                    
                একটি ভবনের গোপন কক্ষ থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ৯নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ড শহরের ইনদোভেন শহরে একটি ভবনের 'সিক্রেট রুম' থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়। নেদারল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশে কোনো জায়গা থেকে নগদ অর্থ সর্বোচ্চ পরিমাণ উদ্ধারের এটি রেকর্ড।