দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় দামে ফের পতন
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ মে ২০২০, ০১:০১
গত মাসের শেষ দিক থেকে আন্তর্জাতিক বাজারে দুগ্ধপণ্যের দাম কমতে শুরু করে। চলতি মাসের শুরুতেও এ মন্দা ভাব বজায় রয়েছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত দুগ্ধপণ্যের সর্বশেষ আন্তর্জাতিক নিলাম বা গ্লোবাল ডেইরি ট্রেড অকশনের (জিডিটি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের নিলামে পণ্যটির বৈশ্বিক গড় মূল্যসূচক আগের নিলামের তুলনায় দশমিক ৮ শতাংশ কমে গেছে। তবে এ সময় মাখন ও পনিরের কমলেও বাড়তির দিকে ছিল গুঁড়া দুধের দাম। খবর রয়টার্স ও নিউজিল্যান্ড হেরাল্ড।