![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/05/06/202720_bangladesh_pratidin_Kurigram-Paddy-Demaged.jpg)
রৌমারীতে বোরো ধানে নেক ব্লাস্টার রোগ; কৃষি বিভাগের পরামর্শ না পেয়ে কৃষক দিশেহারা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৬ মে ২০২০, ২০:২৭
কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের বোরো ধান ক্ষেতে নেক ব্লাস্টার রোগ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ২ হাজার হেক্টর বোরো ধান ক্ষেত। এমনকি কেউ কেউ এ রোগে নষ্ট হয়ে যাওয়া ধান কেটে গরুর খাবার হিসেবেও ব্যবহার করছেন। তাছাড়া করোনার কারণে এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তারাও মাঠে আসছেন না বলে অভিযোগ রয়েছে।