কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কার্ল মার্ক্স সন্দর্শনে

প্রথম আলো প্রকাশিত: ০৬ মে ২০২০, ২০:২১

রাস্তাটা খুব ছোট, দশ মিনিটে এ-মাথা ও-মাথা হেঁটে আসা যায়। লম্বায় ৪০০ গজের কম এই রাস্তাটা অক্সফোর্ড স্ট্রিট আর শাফ্ট্স্বুরি অ্যাভিনিউর মাঝ বরাবর চলে গেছে। লন্ডনের ফুর্তিভরা নিশিপাড়া সোহোর আর দশটা রাস্তার মতোই দেখতে: গাদাগাদি করে থাকা রেস্তোরাঁ, ক্লাব, শুঁড়িখানা, খাবারের দোকান, অলিগলি, পত্রিকা, পোস্টকার্ড আর রতিপুস্তক বিক্রির ঝুপড়ি, রাতের বেলায় সাদামাটা কাগজের ওপর 'ঘণ্টা হিসাবে ভাড়া হয়' কিংবা 'লাস্যময়ী মডেল' লেখা বিজ্ঞাপনশোভিত গণিকালয় আর ছোট ছোট ক্লাবঘরে ভরা, যেগুলোতে খরুচে আর বিবিক্ত পথচারীরা মাত্র ১০ শিলিঙে একটা বিবসনদৃশ্য বা রতিচিত্র দেখতে পারেন। জানালা আর জ্বলজ্বলে সাইনগুলোতে হাঙ্গেরি, ইতালি আর সিলন থেকে আসা বিচিত্র নামধারী খাবারের বিজ্ঞাপন ভেসে ওঠে। শুঁড়িখানাগুলো দেখতে অনেকটা সেঁ-জারমেইন-দে-প্রেসের ক্যাফেগুলোর মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত