![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/05/f966320c5cc71edcc048bd5eb2eb51b6-5eb16a9e6626d.jpg?jadewits_media_id=1530199)
করোনার চিকিৎসা ও টিকার জন্য যত তৎপরতা চলছে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২০, ০৬:০০
বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা প্লাজমা ও স্টেম সেল থেরাপির মতো চিকিৎসাপদ্ধতিতে নিদান খুঁজছেন। আর নিরাপদ ও কার্যকর টিকার খোঁজে এক শর মতো উদ্যোগ জারি রয়েছে। গত চার মাসে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বা কোভিড-১৯ নামের রোগটি পৃথিবীর মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা আর সমাজ ও রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। ঝড়ের মুখে দ্রুত গবেষণা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। গবেষণাধীন ওষুধপত্রের সব কটিই অন্য রোগের ওষুধ হিসেবে অনুমোদিত। কোভিড-১৯–এ সেগুলোর কার্যকারিতা খোঁজা হচ্ছে। মহামারি প্রতিরোধের চেষ্টায় বিপর্যস্ত মানুষের কাছে এখন বড় প্রশ্ন তিনটি—ওষুধ কি পাওয়া গেল? টিকা কবে আসবে? এগুলো সবার কাছে দ্রুত পৌঁছাবে তো?