তোমরা ভিক্ষা করে হলেও ভাড়া এনে দাও, চবি শিক্ষার্থীকে বাড়িওয়ালী
‘আমি বাসা ভাড়া দিয়েছি। আমি ভাড়া চাই। তোমরা ভিক্ষা করে হলেও ভাড়া এনে দাও।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বাসা ভাড়া দিতে এমনভাবেই বলছিলেন চট্টগ্রাম নগরীর এক বাড়ির মালিক। চট্টগ্রাম শহরের খুলশী থানার আল ফালাহ গলির হাজী নূর আহমেদ সড়কের আলী ভিলার চতুর্থ তলায় আড়াই বছর ধরে ভাড়ায় থাকেন চবির ১০ জন শিক্ষার্থী। করোনাভাইরাসের কারণে বাড়িতে চলে যাওয়ায় ওই শিক্ষার্থীরা এপ্রিল মাসের বাসা ভাড়া যথাসময়ে দিতে পারেননি। এ কারণেই তাদের উপর চটেছেন ওই বাড়ির মালিক শামসুন্নাহার বেগম। আর করেছেন গালমন্দ আর অশোভন শব্দপ্রয়োগ। ওই বাসার ভাড়াটিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান জানান, তারা সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়েন। প্রতিমাসে ১৯ হাজার টাকা ভাড়া গুনতে হয় তাদের। আমরা সবাই টিউশনি করে নিজেদের খরচ যোগান দিই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.