You have reached your daily news limit

Please log in to continue


ঘুম থেকে উঠে দেখি দরজায় গিফট : অধরা

প্রতি বছরই জাঁকজমকভাবে নিজের জন্মদিন উদযাপন করেন চিত্রনায়িকা অধরা খান। তবে করোনাভাইরাসের এই সময়ে বিশেষ দিনটি অনেকটাই মলিন। নিজের ঘরেই কেটেছে এ দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়জনদের শুভেচ্ছা যেন প্রচণ্ড গরমে একপশলা বৃষ্টির মতো। তাতেই খুশি অধরা। এ ক্রান্তিকাল কেটে যাক, এ প্রত্যাশা তাঁর। আজ (৫ মে) অধরা খানের জন্মদিন। এনটিভি অনলাইনকে অধরা বলেন, ‘এখন সময়টা আসলে জন্মদিন উদযাপন করার মতো নয়। আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রায় দুই মাস ধরে মানুষ ঘরে বন্দি। নানা সমস্যার মধ্য দিয়ে সময় পার করছে সবাই। এ সময় আসলে কীভাবে জন্মদিন উদযাপন করব। আজ আমার জন্মদিন ঘিরে তাই কোনো আয়োজন নেই। কোনো চিন্তাভাবনাও নেই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন