![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/May/05/1588676728076.jpg&width=600&height=315&top=271)
তৈমুরের নাপিত সাইফ!
বার্তা২৪
প্রকাশিত: ০৫ মে ২০২০, ১৭:০৫
লকডাউনের মধ্যে ছেলেরা হয়তো একটু বেশিই সমস্যায় পড়ে গিয়েছে! কেননা বারবার সপগুলো বন্ধ থাকার কারণে চুল-দাঁড়ির স্টাইলটিও ঠিক মতো করতে পারছে না তারা।