গণশৌচাগারের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ মে ২০২০, ০২:০০
নভেল করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবে অতীতে অনেক অভ্যাস ও প্রচলিত নিয়ম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। বিশেষ করে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষার প্রচলিত নিয়মগুলোর মাঝে অনেক সমস্যা এখন সামনে আসতে শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডিজাইনার ও আর্কিটেক্টরা বলেছেন, পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোর নকশায় মৌলিক ত্রুটি রয়েছে। যা কিনা দ্বিতীয় পর্যায়ে কভিড-১৯-এর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এবং নতুন একটি মহামারীর সৃষ্টি করতে পারে।