কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ভ্যাকসিনের টোপ দিয়ে নির্বাচনী প্রচার শুরু ট্রাম্পের

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২০, ১১:৫৭

করোনাভাইরাসের মহামারির মধ্যেই পুনর্নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি করোনার ভ্যাকসিন দ্রুত তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল রোববার ঐতিহাসিক লিংকন মেমোরিয়ালের ভেতরে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্নির্বাচনের প্রচার শুরু করেন ট্রাম্প। ফক্স নিউজে দুই ঘণ্টার অনুষ্ঠানে ট্রাম্প নিজের পক্ষে সাফাই গেয়েছেন। অকল্পনীয় ভবিষ্যতকে আলিঙ্গন করতে চলমান করোনা মহামারিকে পেছনে ফেলতে আমেরিকানদের প্রতি আগন জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, করোনার কারণে দেশে অচলাবস্থা চলতে পারে না। তাদের সামনে অকল্পনীয় ভবিষ্যতের বছর। লকডাউন তুলে নেওয়ার পক্ষে মত দিয়ে ট্রাম্প বলেন, এই গ্রীষ্মেই আমেরিকানদের আবার সৈকতে যাওয়া শুরু করা উচিত। বন্ধ স্কুল সেপ্টেম্বরে খুলে দেওয়া উচিত। করোনার ভ্যাকসিনের বিষয়ে ট্রাম্প আমেরিকান জনগণকে স্বপ্ন দেখান। তিনি বলেন, 'আমরা খুবই আত্মবিশ্বাসী যে, এই বছরের শেষ নাগাদ আমরা একটা ভ্যাকসিন পেতে যাচ্ছি।' করোনা সামাল দিতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে। তবে ট্রাম্প অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও