![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F04%2Fvenu.jpg%3Fitok%3DuEbdjPjw)
ভেনেজুয়েলার নেতাদের ‘হত্যা করতে সাগরপথে সন্ত্রাসী দল’, অভিযানে নিহত ৮
এনটিভি
প্রকাশিত: ০৪ মে ২০২০, ১০:৫৫
কলম্বিয়া থেকে সাগরপথে ভেনেজুয়েলায় ঢোকার পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে আট ভাড়াটে সন্ত্রাসী। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল এ কথা জানিয়েছেন। ভেনেজুয়েলার কয়েকজন নেতাকে হত্যা করতে সাগরপথে স্পিডবোটের সাহায্যে একদল সন্ত্রাসী বন্দরনগরী লা গুয়াইরার সমুদ্রসৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল জানিয়েছেন। সংবাদমাধ্যম পার্স টুডে ও বিবিসি এ খবর জানিয়েছে। নেসটোর রেভেরোল বলেছেন, গতকাল রোববার ভোরে সন্ত্রাসীরা ভেনেজুয়েলায় পৌঁছায়। প্রতিবেশী কলম্বিয়া থেকে এসব সন্ত্রাসী এসেছে বলে তিনি দাবি করেন। ভেনেজুয়েলার ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির