প্রাণী হয়েও মানুষের কেন লেজ নেই, জানেন কি?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৫:৩২
মানুষের মেরুদণ্ডের শেষে কয়েকটি হাড় একত্রে আংশিকভাবে জোড়া লাগানো। এটাই মানুষের লেজ হাড় বলে অভিহিত করা হয়। যার অস্তিত্ব বহু পূর্বে বিলীন হয়ে গেছে। বিরল ক্ষেত্রে, লেজের মতো অঙ্গ নিয়ে দুই একজন শিশু জন্মগ্রহণ করে থাকে। তবে আদৌ তা লেজ নয়।