![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/bg/CMCH-BG20200503141907.jpg)
চমেকে ত্রুটিপূর্ণ পিসিআর মেশিন, অনিশ্চিত করোনা পরীক্ষা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৪:১৯
চট্টগ্রাম: করোনা পরীক্ষার মেশিন ‘আরটি-পিসিআর’ স্থাপনের পর ত্রুটি ধরা পড়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনা পরীক্ষা। এরই মধ্যে ত্রুটিপূর্ণ মেশিনটি খুলে নিয়ে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠান।