চেয়ারম্যানের আত্মসাত করা চাল ফেরত পাচ্ছেন চার নারী
সমকাল
প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৩:১৩
রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে চেয়ারম্যানের আত্মসাত করা প্রায় দুই হাজার কেজি চাল ফেরত পাচ্ছেন ভিজিএফ কার্ডধারী চার অসহায় নারী। প্রায় দেড় বছর আগে ওই চার নারীকে ভিজিএফ কার্ড করে দেওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে। তারা কোনো চাল পাননি এতদিন। অথচ তাদের প্রত্যেকের নামে প্রতিমাসে সরকারি বরাদ্দ ৩০ কেজি হিসেবে ১৬ মাসে প্রায় ২ হাজার কেজি চাল ঠিকই উত্তোলন করা হয়েছে।