ম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি!

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ মে ২০২০, ১০:৩১

ইতোমধ্যে হলিউডের বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ কেউ সুস্থ হয়েছেন, আবার মারাও গেছেন অনেকে। বিশ্বের অন্যতম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্তদের তালিকায় এবার যুক্ত হলো আরও বড় একটি নাম। তিনি তুমুল জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনা।

সংগীতের এই মহাতারকা সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত। লিখেছেন, ‘জানতে পারলাম আমার শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। তাই গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হবো এবং কোভিড ১৯ হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নেব। আশা করি, ঝকঝকে সূর্য উঠবে সেদিন।’

কোনও ব্যক্তির শরীরে কোভিড ১৯-এর অ্যান্টিবডির উপস্থিতির অর্থ হলো, সেই ব্যক্তি কোনও না কোনও সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে সুস্থ। তবে এখনও ‘ইউএস ফর ডিজিস কন্ট্রোল’ নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়েছে কিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও