![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/bg/camp-5daaed208d69c20200503103256.jpg)
করোনায় দুই ভাইয়ের মৃত্যুর দাবি,পুলিশের নাকচ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২০, ১০:৩২
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য অলিখিত লকডাউন চললেও ছোট ছোট রুমেই একত্রে ৭ থেকে ৮ জনকে কোনোমতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এই কারণে ক্যাম্পে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বাসিন্দারা।