কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খিদার জ্বালায় ছোট্ট মেয়ের কান্না থামাতে পাথর সেদ্ধ বসালেন মা

ইতিহাসের পাতায় কিংবা কোনো গল্প-উপন্যাসে দেখা যায়, খাবারের অভাবে ছোট্ট শিশুদের কান্না থামাতে মা চুলা জ্বালিয়ে পাথর সেদ্ধ বসায়। কিন্তু আধুনিক পৃথিবীতেও এমন দৃশ্য দেখতে হবে, তা ছিল মানুষের কল্পনারও বাইরে। অথচ, করোনাভাইরাসের কারণে এই দৃশ্যও দেখতে হলো পৃথিবীবাসিকে! সব বন্ধ হয়ে যাওয়ায় দারিদ্রসীমার নিচে চলে যাবে পৃথিবীর কোটি কোটি মানুষ, এই শঙ্কা প্রকাশ করছে জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক সংস্থা। এরই মধ্যে আফ্রিকান দেশ কেনিয়ার মোম্বাসায় দেখা গেলো হৃদয়বিদারক এই দৃশ্য। ঘরে খাবার নেই। আটটা শিশু। খিদার জ্বালায় কাঁদছে এক্কেবারে ছোট্ট শিশুটি। সন্তানের কান্না থামানো অসহ্য হয়ে পড়ায় শেষ পর্যন্ত তাকে বুঝ দিতে মা চুলা জ্বালালেন। এরপর সেখানে পাত্র বসিয়ে তাতে কয়েকটি পাথর ঢাললেন। সেগুলোকেই নাড়তে শুরু করলেন। অবুঝ ছোট্ট শিশুকে বোঝালেন খাবার রান্না হচ্ছে, একটু পরই সেটা খেতে দেয়া হবে। ছোট্ট মেয়েটা কিছু না বুঝেই ক্ষণিকের জন্য কান্না থামালো। মায়ের চিন্তা, খাবারের অপেক্ষায় থাকতে থাকতে যদি কিছুক্ষণের জন্যে ঘুমিয়ে পড়ে মেয়ো, তাহলে এই যন্ত্রণা থেকে খানিকটা হলেও রেহাই পাবেন তিনি। কেনিয়ান দৈনিক ‘দ্য স্টার কেনিয়া’, বৃটিশ সংবাদ মাধ্যম মেট্রো এবং ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি পুরো ঘটনা জানিয়েছে। এসব সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, কেনিয়ান মোম্বাসার বাসিন্দা পেনিনা বাহাতি কিটসাও। বছর খানেক আগে ডাকাতের হাতে নিহত হয়েছেন তার স্বামী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন