বাংলাদেশের একটি বড় মিউজিক কোম্পানির কর্ণধার তাকে এমন আপত্তিকর কথাই বলেছিলেন। যেটা মোটেও ভালো লাগেনি সংগীতশিল্পী তাসমিনা অরিনের। সম্প্রতি দেশের একটি জনপ্রিয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কারও নাম বলতে চাই না। তবে দেশের একটি বড় মিউজিক কোম্পানি আমার সঙ্গে একটু অভব্য আচরণ করেছে। ওই কোম্পানির কর্ণধার একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, আমি যে রকম গান গাই, মিউজিক ভিডিও করি, এখন নাকি আর এ রকম চলে না। এখন নাকি আরেকটু খোলামেলা গান, মিউজিক ভিডিও দরকার।’ সম্পর্কিত খবর ক্লোজ-আপওয়ান তারকা তাসমিনা। অল্প দিনে গানের ভুবনে নিজেকে পরিচিত করে তোলেন। কিন্তু মাঝে মধ্যে এসব কারণে গান থেকে দূরে সরে যান। জানালেন সে দিনের পর অনেকটা কষ্ট পেয়েছিলেন, ‘এমন কথায় আমি ভীষণ অপমানিত বোধ করেছি। আর আমি কিছুটা অভিমানীও। তাই অনেকের কাছে কষ্ট পেয়ে দূরে সরে এসেছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.