সাগরে ভাসা রোহিঙ্গাদের আঞ্চলিক দেশগুলোকে নিতে বলছে ইইউ

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২০, ১৮:০৪

দুটি ট্রলার বোঝাই নারী শিশুসহ কয়েকশ' রোহিঙ্গা বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ভিড়তে না পেড়ে কয়েক সপ্তাহ জুড়ে সাগরে দিক-বিদ্বিক ঘুুরে বেড়াচ্ছে। গভীর সাগরে এদের দূর্বিষহ জীবন কাটছে। তাই ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে উদ্ধার তৎপরতা চালিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্যেষ্ঠ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল এবং কমিশনার জানেস লেনারিচ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। ব্রাসেলসে ইইউ সদর দপ্তর থেকে গত শুক্রবার ওই বিবৃতিটি দেওয়া হয়েছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস আজ শনিবার তা প্রচার করেছে। দুই সপ্তাহ ধরে সাগরে দুটি ট্রলারে ভাসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশলেতে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চিঠি দিয়ে অনুরোধ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও