![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/173-Sikh-Pilgrims-COVID-19-ve-In-Punjab-After-Return-From-Maharashtra-2005021112.jpg)
১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে করোনা শনাক্ত
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০২ মে ২০২০, ১৭:১২
ভারতে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস ক্রমেই আরো ভয়াবহ রূপ ধারণ করছে। সম্প্রতি দেশটির পাঞ্জাব রাজ্যে ১৭৩ শিখ তীর্থযাত্রীর শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। তারা সবাই মহারাষ্ট্র হয়ে পাঞ্জাব ফিরেছিলেন। এ ঘটনার ফলে ভাইরাসটির সংক্রামণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।