You have reached your daily news limit

Please log in to continue


কন্যার নাম জানালেন সাকিব

করোনাভাইরাসের এই দুঃসময়ে স্বস্তির পরশ পেয়েছেন সাকিব আল হাসান। গত শুক্রবার (২৪ এপ্রিল) পৃথিবীর আলো দেখেছে তার দ্বিতীয় কন্যা। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলো করে এসেছে নতুন অতিথি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সেই কন্যার নাম অবশ্য এতদিন গোপনই রেখেছিলেন সাকিব। শনিবার কন্যার নাম জানালেন সাকিব। আলাইনা হাসান অব্রির ছোট বোনের নাম ইরাম হাসান। ফেসবুকে সাকিব আল হাসান জানালেন, '২৪ এপ্রিল শুক্রবার প্রথম রমজানে ফজরের সময়ে আমাদের ঘরে এসেছে আরেকটি কন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি উপহার। ওর নাম আমরা রেখেছি ইরাম হাসান। মানে জান্নাত। কারণ ও সত্যিই এক টুকরো স্বর্গ, আলহামদুলিল্লাহ!' ২০১২ সালের স্মরণীয় দিন ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জীবনের ইনিংস শুরু হয় সাকিবের। এরপর এই তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে প্রথম কন্যা আলাইনা। পাঁচ বছর বয়সী সাকিবের বড় মেয়ে পেয়েছে এবার খেলার সাথী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন