![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F02%2Fworld_lifestyle_change.jpg%3Fitok%3DHGTbTIgf)
জীবনযাত্রা ধীরে ধীরে চালু হচ্ছে যেসব দেশে
এনটিভি
প্রকাশিত: ০২ মে ২০২০, ১২:৩৫
বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসজনিত আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এসব দেশে ধীরে ধীরে জনজীবনে গতি আসা শুরু হয়েছে। এমন কয়েকটি দেশের খবর থাকছে পাঠকের জন্য। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কয়েকটি অঙ্গরাজ্যে কড়াকড়ি শিথিল করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী আরোপিত লকডাউন তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দাদের চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ড, যেমন পিকনিক বা নৌকা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসন আশা করছে, লোকজন সামাজিক বিচ্ছিন্নকরণের বিধি মেনে চলবে। এরই মধ্যে আজ শনিবার অস্ট্রেলিয়ার বাসিন্দাদের বাইরে বেরোতে দেখা গেছে। সপ্তাহের পর সপ্তাহ বাসায় কা