![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/05/02/gibbs-020520-01.jpg/ALTERNATES/w640/gibbs-020520-01.jpg)
রেকর্ড গড়া ম্যাচের ব্যাট নিলামে তুলছেন গিবস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ মে ২০২০, ০১:০৩
১৪ বছর আগে তার এই ব্যাটেই উঠেছিল ঝড়। ওয়ানডেতে চারশ রান তাড়া করে স্মরণীয় এক জয় পেয়েছিল হার্শেল গিবসের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেই ম্যাচের ব্যাট নিলামে তুলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। লক্ষ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহ করা।