![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F01%2Ftaknaf-2.jpg%3Fitok%3DOfr_G1lQ)
টেকনাফের পোকা পঙ্গপাল নয় : কৃষি বিভাগ
এনটিভি
প্রকাশিত: ০১ মে ২০২০, ২১:১৫
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্ষেতে পঙ্গপাল সদৃশ যে পোকা মিলছে সেগুলো পঙ্গপাল নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। আজ শুক্রবার দুপুরে পরিদর্শন শেষে কক্সবাজার জেলা কৃষি কর্মকর্তা এ কথা বলেন। কৃষি বিভাগ এ সম্পর্কে আতংকিত না হতে কৃষকদের পরামর্শ দিয়েছেন। এটি প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয় বলেও জানানো হয়। জেলা কৃষি অফিসের উপ-পরিচালক মো.
- ট্যাগ:
- বাংলাদেশ
- কীটপতঙ্গ
- পঙ্গপাল
- কৃষি মন্ত্রণালয়
- ঢাকা