কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সাগর থেকে বারবার উদ্ধার করলে বাকি রোহিঙ্গাদেরও পাঠাবে মিয়ানমার’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২০, ০৮:৩৭

বাংলাদেশ বারবার সাগর থেকে রোহিঙ্গাদের উদ্ধার করলে মিয়ানমার সেদেশে থাকা বাকি রোহিঙ্গাদেরও একইভাবে বাংলাদেশ পাঠানোর আশকারা পাবে বলেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপে এ কথা বলেন এই ডাচমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে কোভিড-১৯ মোকাবিলায় আলোচনা করার জন্য টেলিফোন করেন। টেলিফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী সাগরে ভেসে থাকা ৫০০ রোহিঙ্গার বিষয়ে ডাচমন্ত্রীকে ব্যাখ্যা দেন। ড. মোমেন বলেন, দুই নৌকায় ভেসে থাকা ৫০০ রোহিঙ্গা বাংলাদেশের জলসীমার মধ্যে তো নয়ই; এমনকি সীমানার কাছেও নেই। সমুদ্র আইন অনুযায়ী অঞ্চলের বাকি দেশগুলোরও এ রোহিঙ্গাদের নিয়ে দায়িত্ব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও