বাঘায় দুই বোঁটায় ঝুলছে ৪৬ লাউ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ২০:৩০
রাজশাহীর বাঘায় দুই গ্রামের দুটি লাউয়ের মাচার দুটি বোঁটায় দোল খাচ্ছে ৪৬টি লাউ। এক গ্রামের একটি মাচায় দেখা গেছে এক বোঁটায় দোল খাচ্ছে ছোট বড় ২৬টি লাউ। অপরদিকে আরেক গ্রামের অপর মাচার এক বোঁটায় ২০টি লাউ দোল খাচ্ছে।