তিন দশক আগে মাইকেল কিভাবে জানতেন করোনার কথা? বেরিয়ে আসছে ভিন্ন খবর
তিন দশক আগে কিংবদন্তি পপ স্টার মাইকেল জ্যাকসন ভবিষ্যদ্বাণী করেছিলেন, বহু মানুষের প্রাণ কেড়ে নেবে এক মারণ ভাইরাস। এমনই দাবি করেছেন মাইকেল জ্যাকসনের দেহরক্ষী ম্যাট ফিডেস। করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই সময় ম্যাটের এমন দাবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, পপ সম্রাট মাইকেল সব সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগতেন। মাইকেল বিশ্বাস করতেন, কোনও এক মারণ ভাইরাসের আক্রমণে গোটা মানব জাতির অস্তিত্ব সঙ্কট দেখা দিতে পারে। বাস্তবেও কিন্তু সেটাই হচ্ছে। এ নিয়ে সম্প্রতি শুরু হলো নতুন চাঞ্চল্য।
ম্যাট ফিডেস বলছিলেন, ''মাইকেল সবসময় বলতেন মানব জাতি যে কোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কোনও এক ভাইরাসের আক্রমণে। মাইকেল বিশ্বাস করতেন, কোনও এক জীবাণুই গ্রাস করবে মানব সভ্যতা। মাইকেল সব সময় নিজের মুখ ঢেকে রাখত মাস্কে। আমি অনেক সময় ওকে মাস্ক খুলে রাখতে বলতাম। কিন্তু ও কথা শুনত না। মাইকেল বলত, সারা বিশ্বে আমার কোটি কোটি অনুরাগী রয়েছে। আমি অসুস্থ হয়ে পড়লে ওদের মন খারাপ হয়ে যাবে। আমি একটি বিশেষ কাজ করতে এই পৃথিবীতে এসেছি। আমি কোনোমতেই নিজের গলা নষ্ট হতে দিতে পারি না।''