![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/deshi-star-2004301042.jpg)
অসহায়দের পাশে দাঁড়াতে নিলামে উঠছে তারাকাদের প্রিয় জিনিস
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ১৬:৪২
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের প্রিয় ব্যাট ও তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে তুলেছে। সেই ধারাবাহিকতায় আজ রাত ১১ টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠতে যাচ্ছে অভিনেতা হুমায়ুন ফরীদির সবচেয়ে বহুল ব্যবহৃত চশমা। এছাড়ও অনেক তারকাই তাদের পছন্দের জিনিস নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।