You have reached your daily news limit

Please log in to continue


কে এই অভিনেত্রী? খাটো পোশাকে ‘গেন্দা ফুল’ জমিয়ে দিলেন

গান যেমন নাচও তেমনই। সেই নাচের চ্যালেঞ্জ নিলে আগুন ঝরাতে হবে প্রতি স্টেপে, জানতেন ছোটপর্দার বিগ স্টার 'গোপী বাহু' এবং 'বিগ বস ১৩' খ্যাত দেবলীনা ভট্টাচার্য। ঘোমটা টানা বউমা লুক নেই একেবারেই। বদলে হালকা গোলাপি রঙের শিফনের খাটো পোশাক। খোলা চুলে বাদশার 'গেন্দা ফুল' গান জাস্ট জমিয়ে দিলেন অভিনেত্রী। দেখতে দেখতে নাচের ভিউয়ার্স ২ লাখের ওপর! কোমরের ঠুমকা, নাচের ছন্দ দেখে দর্শকরা বুঝে পাচ্ছেন না ছোটপর্দার আদর্শ বউমা কী করে হয়ে উঠলেন এতটা লাস্যময়ী! দেবলীনার এই নাচের ভিডিও ঢালাও প্রশংসা পেয়েছে অনুরাগীদের। 'দিয়া ঔর বাতি হম' খ্যাত দীপিকা সিংয়ের চ্যালেঞ্জের জবাবেই নাচের ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, "দীপিকা সিংহের চ্যালেঞ্জ নিয়ে এই নাচ। এমনিতেই, 'গেন্দা ফুল' গান আর নাচ ভীষণ পছন্দের। লকডাউনে এই চ্যালেঞ্জ অবসর বিনোদনের জন্য খুবই ভালো।"
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন