নির্মূল হবে না করোনা, প্রতি বছর ফিরবে নতুন রূপে: চীনা গবেষণা
চীনের গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাস পৃথিবী থেকে একেবারে নির্মূল হবে না। প্রতি বছর নতুন নতুন রূপে ফিরে আসবে এই রোগ। ওই গবেষকদের বরাতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমিত জায়গাগুলো থেকে এ ভাইরাস দূর হবে না কখনও। বিপুল সংখ্যক উপসর্গহীন রোগীর কারণে প্রতি বছর এ ভাইরাস ফিরে আসার সম্ভাবনা রয়েছে।গবেষকরা জানিয়েছেন, কোভিড-১৯ তার সমগোত্রের অন্য ভাইরাসগুলোর মতো নয়। এটি নিজস্ব গোত্রের ‘সার্স’ বা ‘মার্স' ভাইরাসের তুলনায় পথ চলে ভিন্ন আঙ্গিকে। এই যেমন সার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগীকে কোয়ারেন্টাইনে রাখা হলে রোগটি সেখানেই সঞ্চালন বন্ধ করে। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে তা নয়, বরং এটি ছড়াতেই থাকে। আর উপসর্গহীন হওয়ার ফলে এই ভাইরাসটি শনাক্ত করাও কঠিন। তার উপর বিশ্বজুড়ে এখনও প্রশস্ত হয়নি এর পরীক্ষা। তাই উপসর্গহীন এই ভাইরাসটি একবার দীর্ঘ সংক্রমণের পথে হাঁটতে শুরু করলে তা সহজেই নির্মূল হওয়ার সম্ভাবনার পথটি হবে অনেক দীর্ঘ।