কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে ভার্চুয়াল মিটিং

বার্তা২৪ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৭

গোটা পৃথিবীর মতো করে কোভিড-১৯ এর কারণে বাংলাদেশেও ভার্চুয়াল মিটিং বেশ জনপ্রিয় হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সাম্প্রতিক সময়ে জুমের মতো ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মগুলোর ব্যবহার বাড়ছিল লাফিয়ে লাফিয়ে।

বাসায় বসে যারা অফিসের কাজ করছেন এমন কর্পোরেট এক্সিকিউটিভদের কাছে ভার্চুয়াল মিটিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও নানান ধরনের ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। আবার সরকারি কাজেও এখন এমন প্ল্যাটফর্মের ব্যবহার দেখা যাচ্ছে।

সরকারি কাজে জুম প্ল্যাটফর্ম দেশে প্রথম ব্যবহার শুরু করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকারি নানা ধরনের মিটিং করা থেকে শুরু করে সংবাদ সম্মেলন এবং নানা আলোচনা অনুষ্ঠানের আয়োজনেও এখন তিনি ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। গত ২১ মার্চ পলক প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করেন জনপ্রিয় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে। অন্যান্য কর্পোরেট অফিসও এখন সংবাদ সম্মেলনের জন্যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও