এক্সট্রাকশনের বাংলা নিয়ে মুম্বাই পুলিশের প্রচারণা

প্রথম আলো প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ২০:৪৫

ভারতীয়দের কাছে সিনেমা কতটা গুরুত্ব রাখে, তা নতুন করে বলার নেই। করোনার দিনে লকডাউনে মুম্বাই পুলিশ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অসংখ্য সিনেমার পোস্টার, স্থিরচিত্র ও নাম দিয়ে মিম বানিয়ে ঘরে থাকতে বলেছে। সামাজিক দূরত্ব বুঝিয়েছে। সেই তালিকায় যুক্ত হলো আলোচিত, সমালোচিত, বিতর্কিত সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘এক্সট্রাকশন’। এই ছবিতে ক্রিস হেমসওর্থকে ভারতের এক মাদক মাফিয়া ভাড়া করে। বাংলাদেশের আরেক মাদক মাফিয়া তার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। ঢাকা থেকে তাকে উদ্ধার করে আনার জন্য। ক্রিস তাই বড় পর্দায় টেইলার রেকের বেশে ঢাকায় আসে। মুম্বাইয়ের মাফিয়ার ছেলেকে যে ঢাকার মাফিয়ার লোকজন বাঁচিয়ে রেখেছে, সেই প্রমাণ চায়। দর–কষাকষি করে। বাংলায় বলে, ‘প্রমাণ দাও।’ সেই ছবিটিকেই মুম্বাই পুলিশ মিম বানিয়ে প্রকাশ করেছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। আর ক্যাপশনে লিখেছে, ‘আমরা টেইলারের মতো দয়ালু নই। কোনো দর–কষাকষির ভেতর নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও