![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F28%2F11111.jpg%3Fitok%3DNZrlmfWy)
‘সমাজের প্রতি শিল্পীর দায়, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়’
এনটিভি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ২০:০৫
করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। সব ধরনের শুটিং বন্ধ থাকায় বেশ কষ্টে দিন কাটছে নাটক-চলচ্চিত্রের মানুষগুলোর। এর মধ্যে সচ্ছল তারকা শিল্পীদের অসচ্ছলদের পাশে দাঁড়াতে দেখা গেছে। মূলত সমাজের প্রতি দায় থেকেই শিল্পীরা এ কাজ করছেন। তবে শিল্পীর প্রতি রাষ্ট্রেরও দায় রয়েছে বলে মনে করে নাট্যশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। ‘সমাজের প্রতি শিল্পীর দায়, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়’ শিরোনামে অনলাইনে আলোচনার আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ। আজ রাত ৯টায় অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে প্রচার করা হবে। এতে অতিথি থাকবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধু