পায়ের লালচে ভাব বা ক্ষত করোনার নতুন উপসর্গ?
বিশ্বের অন্যতম আতঙ্ক করোনা ভাইরাসের কারণে কোণঠাসা হয়ে গেছে মানবজীবন। সুস্থ থাকতে এবং সংক্রমণ এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকা মেনে চলছেন সারা বিশ্বের মানুষ। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মৃত্যু হয়েছে প্রায় দেড় লাখের বেশি মানুষের। প্রতিনিয়ত Covid-19 এর প্রকৃতি ও উপসর্গ নির্ধারণ করতে গিয়ে এক এক দিন এক এক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন চিকিৎসক ও গবেষকমহল। শুধুমাত্র হাঁচি-কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নয়, রোগের নতুন লক্ষণ হিসেবে দেখা দিচ্ছে ত্বকের কিছু সমস্যাও। পায়ের পাতায়, পায়ের তলায় এবং আঙ্গুলে ঘা বা ক্ষত হতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই দেখা দিচ্ছে পায়ের আঙুলে বা গোড়ালিতে লালচে রঙের র্যাশ বা ক্ষত।
ডার্মাটোলজিস্টদের মতে, এটিও একটি কোভিড-19 সংক্রমণের নতুন উপসর্গ। এটি মূলত দেখা যাচ্ছে শিশু ও কম বয়সীদের মধ্যে। এই উপসর্গটি প্রথম দেখা যায় ইতালি এবং স্পেনে। পরবর্তীকালে ফিনল্যান্ড, আমেরিকা ও কানাডা থেকেও এই ধরনের উপসর্গের খবর পাওয়া যায়।
আমেরিকা ও ইউরোপের বিশেষজ্ঞদের মতে, ভাইরাস দ্বারা সংক্রমণ হলেই এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তবে এই উপসর্গ বেশিদিন স্থায়ী থাকছে না। সপ্তাহখানেকের পর পায়ের ঘা বা ক্ষত ও আঙ্গুলের লালচে র্যাশ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং তারপরেই শুরু হয় শ্বাসকষ্ট। ইতালিতে বেশ কয়েকজন শিশুর শরীরে এই ধরনের উপসর্গ দেখা দিয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                