![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F28%2Fkonika.jpg%3Fitok%3Dtve-qqdH)
পরিবারের সঙ্গে সময় কাটছে করোনাজয়ী কণিকার
এনটিভি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ১১:৫৫
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ভক্ত-অনুরাগীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। একের পর এক পরীক্ষাতে তাঁর করোনাভাইরাস ধরা পড়তে থাকায় চিন্তার বলিরেখা বাড়তে থাকে সবার। তবে খারাপ সময় পেছনে ফেলে এসেছেন। করোনা থেকে সেরে ওঠার পর এই গায়িকা বর্তমানে লক্ষ্ণৌতে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে গত রোববার (২৭ এপ্রিল) একটি মিষ্টি ছবি প্রকাশ্যে আনেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। সেখানে তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। ‘সবারই একটি উষ্ণ হাসি, উষ্ণ হৃদয় ও এক কাপ উষ্ণ চা প্রয়োজন,’ ক্যাপশনে লেখেন কণিকা। ছবিতে