কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


'আমি কল্পনা করতে পারছি না কেন এমন ঘটছে'

করোনাভাইরাসের চিকিৎসায় জীবাণুনাশক নিয়ে উল্টোপাল্টা বলে ভালোই ফেঁসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হটলাইন নম্বরগুলোতে এ সংক্রান্ত কল বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে বলেছেন, তিনি করোনাভাইরাস চিকিৎসায় জীবাণুনাশক উপাদান শরীরে ইনজেকশন পুশ করার কথা বলার পর এ নিয়ে হটলাইনে কল বাড়ার কারণ তিনি কল্পনা করতে পারছেন না। বিবিসি অনলাইনের প্রতিবেদনে আজ মঙ্গলবার জানানো হয়, রোববার মিশিগান ও মেরিল্যান্ডের গভর্নররা এই ধরনের আহ্বানের জন্য প্রেসিডেন্টকে দোষারোপ করেছেন। এর বাইরে চিকিৎসকদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে ট্রাম্প বলেছেন, তিনি ব্যঙ্গ করে ওই মন্তব্য করেছিলেন। বিশেষজ্ঞরা বলেন, জীবাণুনাশক ঝুঁকিপূর্ণ পদার্থ এবং এটি খেলে বা ইনজেকশন হিসেবে পুশ করা হলে এটি বিষাক্ত হিসেবে কাজ করতে পারে। সোমবারের কোভিড -১৯ সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় একজন প্রতিবেদক উল্লেখ করেছেন, মেরিল্যান্ডের জরুরি হটলাইন নম্বরে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দিকনির্দেশনা চেয়ে শতশত কল আসছে। এ প্রসঙ্গ ট্রাম্প বলেছেন, 'আমি কল্পনা করতে পারছি না কেন এমন ঘটছে।' এ ধরনের কল বেড়ে যাওয়ার কোনো দায়দায়িত্ব তিনি নেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গত সপ্তাহে মেরিল্যান্ডের গভর্নর অফিস জানিয়েছিল, তারা প্রেসিডেন্টের বক্তব্য অনুসরণ করে ইনজেকশন বা জীবাণুনাশক দেওয়ার বিরুদ্ধে রাজ্যব্যাপী সতর্কতা জারি করেছে। গত কয়েকদিন ধরেই জীবাণুনাশক দাওয়াই বিষয়ক প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছিলেন ট্রাম্প। কোভিড-১৯ চিকিৎসায় আক্রান্ত ব্যক্তির শরীরে জীবাণুনাশক প্রবেশ করানোর দাওয়াই দেওয়ার পর থেকেই আগের মতো আর তেমন কথা বলছিলেন না তিনি। গত শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে খুব দ্রুত সব সেরে বিদায় নেন । সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি। এ অবস্থায় বলা হচ্ছে, প্রেসিডেন্টের ভুলভাল বক্তব্য থেকে প্রশাসনকে বাঁচাতেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার এই নীতি নেওয়া হয়েছে। রোববার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি শুরু হয় শুক্রবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন